Thu, Oct 10, 2024
HOME
অনলাইন বাংলা অভিধানের জগতে আপনাকে স্বাগতম। ভাষাভাষী'র দিক থেকে বিশ্বের ৪র্থ বৃহত্তম ভাষা বাংলা। এই বৃহত্তম বাংলাভাষাভাষী গোষ্ঠির দৈনন্দিন ব্যবহারিক দিক বিবেচনা করে সিসটেক ডিজিটাল-এর এই উদ্দ্যোগ। সিসটেক ডিজিটালের এই অনন্য সাইটটি বাংলাদেশ এবং সেই সাথে বিশ্বের প্রথম অনলাইন বাংলা অভিধান। যে কোন ইন্টারনেট ব্রাউজার মাধ্যমে এই সাইটটি ব্যবহার করে ইংরেজি শব্দের বাংলা অর্থ এবং বাংলা শব্দের ইংরেজী অর্থ জানা যাবে।

এই সাইটের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো, সাইটটি ব্যবহারের জন্য অর্থাৎ বাংলা থেকে ইংরেজী বা ইংরেজী থেকে বাংলা দেখার জন্য আপনাকে আপনার কমপিউটারে কোন রকমের প্লাগ-ইন বা সফটওয়্যার ইনস্টল করতে হয়না।

সহজ উপস্থাপনা, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং বিশাল শব্দভান্ডার আপনাকে সহজেই দরকারী শব্দের অর্থ খুঁজে বের করতে সাহায্য করবে। এছাড়াও যদি কোন শব্দের অর্থ ডাটাবেজে না পাওয়া যায় - তবে আপনি চাইলে সেই শব্দটি ডেটাবেজে যুক্ত করতে পারবেন।

আমাদের এই প্রয়াস বিশ্বের বাংলাভাষাভাষীদের কাজে লাগার মধ্যেই আমাদের স্বার্থকতা। এই সাইটটি সম্বন্ধে আমাদের কাছে আপনার মতামত পাঠান ই-মেইল এড্রেসে।





পরিদর্শক নং: Counter
© 2005 SYSTECH DIGITAL, All Rights Reserved       |       sitemap